৫ ধরণের কনটেইনার বাগান


ফেলনা কন্টেইনার সেটিকে এভাবে ব্যাবহার উপযোগী করলে তা অবশ্যই দৃষ্টি নন্দন হবে।


বাগান করা অনেকেরই শখের একটা বিষয়।শখের এই বাগানটিকে অনেকেই চান নিজের মত করে সাজাতে।কিন্তু বাগানে সৃজনশীলতার প্রকাশ করা,, এটা মনে হয় অসম্ভব।বাগানে আবার কিসের সৃজনশীলতা ? গাছে নিয়মিত পানি দেয়া, মাঝে মাঝে সার দেয়া, আগাছা নিবারণ করা কিংবা পোকামাকড় ধরলে কীটনাশক দেয়া এর বাইরে আর কি ই বা করার আছে ?? আমার মত অনেকেরই এমন মনে হতে পারে। কিন্তু এভাবে ভাবার দিন মনে হয় ফুরালো!! বাগান হতে পারে আপনার সেরা বিনোদনের স্থান, হতে পারে অনুপ্রেরণার একটি অংশ। অন্তত নিচের পাঁচটি ঝুলন্ত বাগানের আইডিয়া দেখলে আপনার এমন মনে হতেই পারে যে, বাগান সৃজনশীলতা প্রকাশের একটি চরম মাধ্যম। ফেলনা জিনিষ, যেগুলো হতে পারে আবর্জনা সেগুলোকে ব্যাবহার করে কত সুন্দর উপস্থাপনা করা যায়।
 
  এটা একটি তেলের চোঙ্গা, শুধু গাছ লাগান এবং ঝুলিয়ে দেন। দেখুন কত আকর্ষণীয় দেখায়।
পরিত্যাক্ত টেবিল ব্যাবহার করে এভাবে বাগান তৈরি করা যায়। সামান্য একটু সৃজনশীলতা সাথে এরকম সুন্দর উপস্থাপনা পুরো স্থানটিকেই বদলে দিল।
ফেলনা জিনিষে এভাবে বাগান করে ঝুলিয়ে দিলে, সেটিও বেশ আকর্ষণীয়ই লাগে।
পরিত্যাক্ত জুতা হতে পারে পরিবেশ দূষণের একটি কারণ, কিন্তু তাতে এ ধরণের বাগান তৈরির আইডিয়া কিন্তু বেশ অভিনব ই।


ছবি ও লেখাঃ দিগার্ডেনলাভ



৫ ধরণের কনটেইনার বাগান ৫ ধরণের কনটেইনার বাগান Reviewed by R@YH@N on Saturday, March 25, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.