ইবলিশ শয়তান থেকে আত্মরক্ষার দশটি উপায় !


শয়তান ছয় ভাবে আমাদের
অনিষ্টকরার চেষ্টা করে; এই
চেষ্টায় সেততক্ষণ পর্যন্ত লেগে
থাকে যতক্ষণ পর্যন্তনা মানুষকে এর
মধ্যের কোন একটি বাএকের অধিক
ক্ষতিতে ফেলতেপারেঃ
১) শিরক এবং অবিশ্বাস বা
কুফরেরমধ্যে ফেলা;
২) তারপর
বিদাআতে জড়িয়ে ফেলা;
৩)
অতঃপর বড় গুনাহে প্রলুব্ধ করা;
৪)
তারপর ছোট গুনাহে লিপ্ত
করানো;
৫) এরপর নেক আমলের
পরিবর্তে ‘মুবাহ’আমলে ব্যস্ত রাখা;
(যে কাজে গুনাহবা সওয়াব
কোনটিই হয় না এমন কাজকেমুবাহ
বলে, যেমন খাওয়া, ঘুম
ইত্যাদি);উপরের কোন উপায়েই যদি
অনিষ্ট নাকরতে পারে তাহলে
৬)
অবশেষে অধিক সওয়াবের
আমলেরপরিবর্তে তুলামূলক কম
সওয়াবের আমলেব্যস্ত রাখা।

শয়তান থেকে আত্মরক্ষার দশটিউপায়ঃ
১)
আল্লাহর কাছে শয়তানের
অনিষ্টথেকে আশ্রয় চাওয়া;
২) সুরা
ফালাক ও সুরা নাসতেলাওয়াত
করা;
৩) আয়াতুল কুরসি তেলাওয়াত
করা;
৪) সুরা বাকারা তেলাওয়াত
করা;
৫) সুরা বাকারার শেষ দুই
আয়াততেলাওয়াত করা;
৬) সুরা
গাফির এর প্রথম তিন
আয়াততেলাওয়াত করা;
৭) “লা
ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু,লা
শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল
হামদু ওয়া হুয়া ‘আলা কুল্লিশাইইন
কাদীর” একশত বার পড়া যার অর্থ–
আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য
কোনমাবুদ নেই, তিনি এক তাঁর কোন
শরীকনেই, রাজত্ব তারই, প্রশংসা
মাত্রইতাঁর, তিনি সকল কিছুর উপর
ক্ষমতাবান।
৮) অধিক হারে আল্লাহর
জিকির করা;
৯) ভালভাবে ওজু করা
এবং সালাতআদায় করা;
১০) অনর্থক
এদিক সেদিক খেয়াল করা,অসার
কথা বলা, অতিরিক্ত খাওয়া
ওঅহেতুক লোকজনের
সাথেমেলামেশা থেকে
নিজেকে বিরতরাখা।
ইবলিশ শয়তান থেকে আত্মরক্ষার দশটি উপায় ! ইবলিশ শয়তান থেকে আত্মরক্ষার দশটি উপায় ! Reviewed by R@YH@N on Saturday, March 25, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.